শার্শায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে প্রাণ গেল বৃদ্ধার | Daily Chandni Bazar শার্শায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে প্রাণ গেল বৃদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১ ০৩:২৫
শার্শায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে প্রাণ গেল বৃদ্ধার
ষ্টাফ রিপোর্টার

শার্শায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে প্রাণ গেল বৃদ্ধার

যশোরের শার্শায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে জামেনা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার গোড়পাড়া কদবেলতলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত জামেনা বেগম লক্ষণপুর পশ্চিমপাড়া এলাকার শামছুর সর্দারের স্ত্রী। এ ঘটনায় ভ্যানচালক ভনু মিয়াও গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামেনা বেগম মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে ইঞ্জিনচালিত ভ্যানে করে রওনা হন। গোড়পাড়া কদবেলতলা মোড়ে পৌঁছালে একটি ছাগল রাস্তা পার হওয়ার সময় দড়িতে বেঁধে ভ্যান উল্টে যায়। এতে ঘটনাস্থলে জামেনা বেগমের মৃতু হয় এবং ভ্যানচালক গুরুতর আহত হন।শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন