জয়পুরহাটে তিন চাকার যানবাহনের চালকদের ৩ দিনের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন | Daily Chandni Bazar জয়পুরহাটে তিন চাকার যানবাহনের চালকদের ৩ দিনের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১ ১৯:১৪
জয়পুরহাটে তিন চাকার যানবাহনের চালকদের ৩ দিনের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন
সুমন কুমার সাহা জয়পুরহাট:

জয়পুরহাটে তিন চাকার যানবাহনের চালকদের ৩ দিনের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

যানজট ও সড়ক দূর্ঘটনা এড়াতে জয়পুরহাটে তিন চাকা বিশিষ্ট যানবাহনের চালকদের তিন দিনের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে । শনিবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে এ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। এ উপলক্ষে আলোচানা সভায় পুলিশ সুপার ছাড়াও বক্তৃতা করেন জয়পুরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম, ট্রাফিক পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু মুসা প্রমুখ।

উদ্বোধনি সভায় দূর্ঘটনা ও যানজট এড়াতে যানবাহনের সীমিত গতিসীমা, মাদক মুক্ত গাড়ি চালনা নিশ্চিত করতে প্রত্যেক চালকদের ডোপ টেষ্ট ছাড়াও যত্রতত্র গাড়ি পার্কি না করাসহ বাধ্যতামূলক ট্রাফিক সংকেত মানা নিশ্চিত করতে সকলের  সহযোগীতা চাইলেন পুলিশ সুপার। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন