বগুড়া শেরপুরে ১৬ জানুয়ারি শনিবার ২য় ধাপে আসন্ন পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। অবাধ সুষ্টু এই নির্বাচনে জগ প্রতিক নিয়ে ৮ হাজার ৭ শত ৬৯ ভোট পেয়ে বিএনপি'র বিদ্রোহী প্রার্থী, শেরপুর উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব জানে আলম খোকা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার নৌকা প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৬ শত ৮১ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুণ্ডু ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৪ হাজার ১ শত ৪৪ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এমরান কামাল খান হাতপাখা প্রতিকে পেয়েছেন ৫ শত ৯৩ ভোট।উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন এই তথ্য নিশ্চিত করেন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন