বগুড়ায় করোনায় বৃদ্ধের মৃত্যু নতুন আক্রান্ত ৪ জন | Daily Chandni Bazar বগুড়ায় করোনায় বৃদ্ধের মৃত্যু নতুন আক্রান্ত ৪ জন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১ ২১:২৮
বগুড়ায় করোনায় বৃদ্ধের মৃত্যু নতুন আক্রান্ত ৪ জন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনায় বৃদ্ধের মৃত্যু
নতুন আক্রান্ত ৪ জন

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু এবং নতুন করে আক্রান্ত হয়েছে ৪জন। নতুন আক্রান্ত নিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৭০৫ জন। নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে সদর উপজেলার ৩জন এবং অপরজন জেলার কাহালু উপজেলার বাসিন্দা। বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, টিএমএসএস হাসপাতালে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ শহরের কাঞ্চনপুর এলাকার বাসিন্দা নিমাই কুমার কুন্ডু (৬৩) মারা যান। 

রবিবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজার রহমান জানান, বগুড়ার টিএমএসএস হাসপাতালের ল্যাবে ১৬টি টি নমুনা পরীক্ষায় ৩জন পজিটিভ হয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের জিন এক্সপার্ট মেশিনে ৫টি নমুনায় ১জন পজিটিভ হন। নতুন করে ৩২ জন নিয়ে মোট সুস্থ হয়েছে ৯ হাজার ২০২ জন। আরো একজনের মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যু দাঁড়ালো ২৩৭ জনে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন