বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ | Daily Chandni Bazar বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১ ২১:৩১
বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় পলিটেকনিক
শিক্ষার্থীদের বিক্ষোভ

সংক্ষিপ্ত সিলেবাসে ক্লাস নিয়ে পরীক্ষা নেয়া সহ ৪ দফা দাবিতে সরকারি ও বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।রোববার বেলা ১১টায় বগুড়া শহরের সাতমাথায় সমাবেশে দাবি বাস্তবায়ন কমিটির সমন্বয়ক রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ৪ দফা দাবী পেশ করা হয়। দাবীগুলোর মধ্যে রয়েছে পলিটেকনিকগুলোর সেমিস্টার শর্ট সিলেবাস তৈরি করে বন্ধ থাকা সেমিস্টারগুলোর ক্লাস চালু ও পরীক্ষা গ্রহণ করা, বছর লস না করে সংক্ষিপ্ত শিক্ষাবর্ষের মধ্যে কার্যক্রম শেষ করা, সকল অতিরিক্ত ফি প্রত্যাহার এবং প্রাইভেট পলিটেকনিকের সেমিস্টার অর্ধেক করা, অবিলম্বে ডুয়েটসহ সকল প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বৃদ্ধি করে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিএসসি করার সুযোগ দিতে হবে।বক্তব্য রাখেন নাফিউল ইসলাম, তাহসান ইসলাম, সাইফুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, ইব্রাহীম, সাকিব, শুভ, তন্ময়, বাঁধন, জিম সারজিল ইসলাম, আনিসুল ইসলাম, ফেরদৌস, রনি, রাজিব সামী, অমিদ, জয়নুল, আল আমিন, জাহিদ, তানভীর, সজিব, এ এস এম আবু নাহিয়ান, সাকিব হাসান শুভ, নাফিউল ইসলাম, অনিমেষ প্রমুখ।সমাবেশের পূর্বে কয়েকশত শিক্ষার্থী একটি মিছিল বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন