জয়পুরহাটে পূর্ব শত্রুতার জেরে বাগান নিধন | Daily Chandni Bazar জয়পুরহাটে পূর্ব শত্রুতার জেরে বাগান নিধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১ ২১:৩৬
জয়পুরহাটে পূর্ব শত্রুতার জেরে বাগান নিধন
আল কারিয়া পাঁচবিবি জয়পুরহাট:

জয়পুরহাটে পূর্ব শত্রুতার জেরে বাগান নিধন

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাসবাট্টা গ্রামে সোলায়মান আলী নামের এক কৃষকের বাগানের ৫০টি আম ও ৪টি লিচুর গাছ কাটার অভিযোগ উঠেছে। এঘটনায় ক্ষতিগ্রস্থ ওই কৃষক বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।ক্ষতিগ্রস্থ কৃষক সোলায়মান জানায়, কয়েক বছর আগে এলাকার মঞ্জুরুল, মৃত শাহাজাহান ও আজাদদের নিকট থেকে জমি ক্রয় করে এলাকায় বসবাস করে আসছি। এখানে বসবাসের পাশাপাশি বাড়ির পাশে একটি জমিতে আম ও লিচু বাগান করেছি। হঠাৎ করে গত শুক্রবার সকালে অতর্কিত ভাবে প্রতিবেশী মৃত খোরশেদ আলম দুদুর ছেলে মেজবাউল আলম, ফারুক হোসেন ও রবিউল ইসলাম সহ ১০-১২ সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র ও লাঠিশোটা নিয়ে আমার লাগানো জমির ৫০টি নাক ফজলি, আম রুপালী সহ বিভিন্ন প্রজাতির আম ও ৪টি লিচু গাছ সম্পূর্ন ভাবে জোর পূর্বক কেটে ফেলে। ফলে আমার কয়েক লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।

ঘটনার বিষয়ে প্রতিপক্ষ মেসবাউল ও ফারুক জানায়, জমিটি তাদের পৈত্রিক। এই জমিটি নিয়ে শরিকদের সাথে দীর্ঘদিন মামলার পর তারা রায় পেয়েছে এবং কোর্ট তাদের দখল দিয়ে গেছে। অভিযোগের বিষয়টি নিশ্চিত করে থানার এস.আই তোফায়েল আহম্মেদ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন