ঢাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে | Daily Chandni Bazar ঢাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১ ১০:১৯
ঢাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
অনলাইন ডেস্ক

ঢাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

ঢাকার তাপমাত্রা আজও অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী অববাহিকায় ভোর ৫টা থেকে পরের ৫-৭ ঘণ্টা বা দুপুর ১২টা পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে ৩০০ মিটার বা কোথাও কোথাও আরও কম হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন