মাদকসহ শাজাহানপুরের কুখ্যাত হিরোইন ব্যবসায়ী পেতার গ্রেফতার | Daily Chandni Bazar মাদকসহ শাজাহানপুরের কুখ্যাত হিরোইন ব্যবসায়ী পেতার গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১ ২০:১৫
মাদকসহ শাজাহানপুরের কুখ্যাত হিরোইন ব্যবসায়ী পেতার গ্রেফতার
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

মাদকসহ শাজাহানপুরের কুখ্যাত
 হিরোইন ব্যবসায়ী পেতার গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে মাদকসহ কুক্ষ্যাত হিরোইন ব্যবসায়ী আফতাব আলী(৫০) ওরফে পেতারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর গ্রামের পন্ডিত পাড়ার মৃত্য জবেদ আলীর পুত্র।জানাগেছে, কুখ্যাত মাদক ব্যবসায়ী আফতাব আলী ওরফে পেতারের স্ত্রী রেহেনা বেগম সন্তানসহ সংবাদ সম্মেলন করে, র্দীঘদিন যাবৎ প্রশাসনের দৃষ্টি এড়িঁয়ে জমজমাট হিরোইন ও ইয়াবার ব্যবসা করে আসছিল।গত সোমবার শাজাহানপুর থানা পুলিশের চৌকস অফিসার এস আই শামীম হাসানের নেতৃর্তে¡ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সন্ধার পরে উপজেলার পন্ডিতপাড়ার সিম ক্ষেতের মাচার নিচে থেকে তাকে গ্রেফতার করে। এসময় কাছে থাকা ২ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

এসআই শামীম হোসেন জানান, আফতাব আলী ওরফে পেতারের নামে ৯/১০টি মাদক মামলা রয়েছে তার স্ত্রী নিজে এবং সস্তানদের দিয়ে এ ব্যবসা চালিয়ে আসছিল অবিরত। ইতিপূর্বে সংবাদ সম্মেলন করে স্বাভাবিক জীবন যাপনের ঘোষনা দিলেও সেটা ছিল আই ওয়াশ। শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি, মাদকের ব্যাপারে কোন ছাড় নয়। মাদক কারবারির কোন তদবির নয়। আফতাব আলী ওরফে পেতারকে নিয়োমিত মাদক মামলা দিয়ে জেল হাজুতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন