পিকে হালদারের ৮৩ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজ | Daily Chandni Bazar পিকে হালদারের ৮৩ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১ ১৯:৪২
পিকে হালদারের ৮৩ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজ
অনলাইন ডেস্ক

পিকে হালদারের ৮৩ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজ

সাড়ে ৩ হাজার কোটি টাকা লুট করে বিদেশে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) ৮৩ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজ করার তথ্য জানা গেছে।

আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) দাখিল করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে পিকে হালদার ও তার ৮৩ সহযোগী এবং ৪৩টি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ দিয়ে একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের বিস্তারিত তথ্যও উঠে এসেছে।

এদিকে পিকে হালদারের সঙ্গে অর্থ আত্মসাতে জড়িত ৮৩ জনের সংশ্লিষ্টতার পূর্ণাঙ্গ তালিকায় সাবেক সচিব এনআই খানের নাম ভুলভাবে যুক্ত হয়েছে বলে হাইকোর্টে আবেদন জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।