শিবগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মানিকের নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও বিশাল র‌্যালী | Daily Chandni Bazar শিবগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মানিকের নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও বিশাল র‌্যালী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১ ২৩:৪২
শিবগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মানিকের নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও বিশাল র‌্যালী
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

শিবগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী
মানিকের নৌকা প্রতীকে ভোট
চেয়ে গণসংযোগ ও বিশাল র‌্যালী

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র তৌহিদুর রহমান মানিক নৌকা মার্কা প্রতীকে ভোট চেয়ে ৯টি ওয়ার্ডে গণসংযোগ করা হয়েছে। নৌকা প্রতীকে ভোট চেয়ে গণ সংযোগ করেন মেয়র প্রার্থী তৌহিদুর রহমান মানিক।  রায়নগর ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি ও ময়দানহাট্টা ইউনিয়ন চেয়ারম্যান এসএম রূপম এর নেতৃত্বে গণসংযোগ শেষে একটি নৌকার মার্কার বিশাল মিছিল পৌর এলাকা বিভিন্ন মহল্লা পরিভ্রমণ করে। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মোল্লা, কৃষক লীগ সভাপতি লুৎফর রহমান, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান এস.এম রূপম, পৌর যুবলীগ নেতা তাহেরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল আক্তার মিঠু, ছাত্রলীগ নেতা ওমর ফারুক, আবু কায়েব প্রমুখ।