![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিন বাদেই আরো ১ নারীর মৃত্যু এবং নতুন করে আক্রান্ত হয়েছে ১৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হলো ৯ হাজার ৭৯৯ জন। আর নতুন করে সুস্থ হয়েছে ৩৩ জন।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় (২০ জানুয়রি) নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে বগুড়া সদরের ১২ জন ও শাজাহানপুরের ১জন। নতুন করে মারা গেছেন বগুড়া শহরের খান্দারের বৃদ্ধা মেরিনা খাতুন (৫৫)। তিনি চিকিৎসাধীন অবস্থায় বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান।
এদিকে নতুন করে পরীক্ষা করা হয় মোট ৯৯টি। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ৯৪টি নমুনায় ১১ জন ও টিএমএসএস হাসপাতালের ল্যাবে ৫টি টি নমুনা পরীক্ষায় ২জন পজিটিভ হয়। এপর্যন্ত জেলায় নতুন করে ৩৩ জন নিয়ে মোট সুস্থ হয়েছে ৯ হাজার ৩৪০ জন। জেলায় মোট মৃত্যু হয়েছে ২৪০ জনের।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন