জলঢাকায় পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা | Daily Chandni Bazar জলঢাকায় পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১ ২৩:১০
জলঢাকায় পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা
আল ইকরাম বিপ্লব,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ

জলঢাকায় পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

নীলফামারীর জলঢাকায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে পৌরসভা নির্বাচনের আচারণ বিধিমালা নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান নয়ন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মুরাদ বেগ। বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার উজ্জল হোসেন সহ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রমূখ। সভায় উপস্থাপনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। এসময় কর্মকর্তারা নির্বাচনের আচারণ বিধি নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামুলক আলোচনা করেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ৩০ জানুয়ারি ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এবারে জলঢাকা পৌরসভা নির্বাচনে মোট ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। সভায় এসব প্রার্থীর বিভিন্ন অনিয়মের অভিযোগের সঠিক সমাধান প্রদান করা হয়।     

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন