বগুড়ার ধুনটে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন | Daily Chandni Bazar বগুড়ার ধুনটে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১ ২৩:১৭
বগুড়ার ধুনটে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
ধুনট (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার ধুনটে রাস্তা নির্মাণ 
কাজের উদ্বোধন

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। এসময় উপস্থিত ছিলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান ও রংপুর মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মোঃ জাকির হোসেন, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সাবেক কনসালটেন্ট ডাঃ মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল, সচিব ফরহাদ আলী, ইউপি সদস্য আব্দুল আলীম, রফিকুল ইসলাম প্রমূখ। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন