ধুনট পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar ধুনট পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১ ২৩:১৮
ধুনট পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ধুনট (বগুড়া) প্রতিনিধি :

ধুনট পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে
প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে ধুনট উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা ও ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেস আলী।এছাড়া মতবিনিময় সভায় পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রার্থীদেরকে আইন শৃংঙ্খলা রক্ষায় আচরণবিধি মেনে চলার জন্য আহ্বান জানান ইউএনও সঞ্জয় কুমার মহন্ত। উল্লেখ্য, ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত ৩ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন