![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১ ১৬:২০
বগুড়ায় মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
অনলাইন ডেস্ক
বগুড়ার সোনাতলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে তিনটি চোরাই মোটরসাইকেল।
শনিবার সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- সোনাতলা থানার দক্ষিণ আচকড়িয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে পাভেল (২৩) ও বগুড়া সদরের হুকমাপুর গ্রামের মৃত ফরাজ মুন্সীর ছেলে জাহিদুল (২৬)।
সোনাতলা থানার ওসি জানান, গত শুক্রবার রাতে সোনাতলা থানার বালুয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত থেকে নম্বরবিহীন তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।