ডোমারে মুজিববর্ষে ৩৮ গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান | Daily Chandni Bazar ডোমারে মুজিববর্ষে ৩৮ গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১ ১৭:৫৯
ডোমারে মুজিববর্ষে ৩৮ গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান
সত্যেন্দ্র নাথ রায় , ডোমার- নীলফামারী প্রতিনিধিঃ

ডোমারে মুজিববর্ষে ৩৮ গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান

নীলফামারীর ডোমারে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ৩৮ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ প্রদান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গৃহহীনদের গৃহের চাবি ও দলিলপত্র প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম, এসিল্যান্ড মনোয়ার হোসেন,সাব রেজিস্ট্রার শিরিনা আকতার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, ত্রান ও পূর্নবাসন দপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোহাইমিনুল,উপজেলা আ.লীগের সভাপতি খায়রুল আলম বাবুল, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন প্রমূখ উপস্থিত ছিলেন।   
 
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন