যেভাবেই হোক টিকা নিয়ে গুজব রুখতে হবে : মোদি | Daily Chandni Bazar যেভাবেই হোক টিকা নিয়ে গুজব রুখতে হবে : মোদি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১ ১৪:০২
যেভাবেই হোক টিকা নিয়ে গুজব রুখতে হবে : মোদি
অনলাইন ডেস্ক

যেভাবেই হোক টিকা নিয়ে গুজব রুখতে হবে : মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘বিজ্ঞানীরা তাদের দায়িত্ব পালন করেছেন। এবার আমাদের দায়িত্ব পালন করার সময়। যেকোনো মূল্যে করোনা ভ্যাকসিন সংক্রান্ত গুজবকে রুখে দিতে হবে।’

রোববার (২৪ জানুয়ারি) এই বার্তা দিয়ে দেশের শিল্পী ও যুব সম্প্রদায়ের কাজে ভ্যাকসিন কার্যক্রমে সাহায্য চেয়েছেন তিনি। খবর ভারতীয় গণমাধ্যমের।

২৬ জানুয়ারির কুচকাওয়াজে অংশ নিতে চলা এনসিসি ক্যাডেট ও শিল্পীদের সঙ্গে এক আলোচনা সভায় অংশ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেই সভায় ভ্যাকসিন নিয়ে গুজব রুখে দেয়ার আহ্বান জানিয়ে মোদি বলেন, ‘বিজ্ঞানীরা নিজের দায়িত্ব পালন করে ফেলেছেন। করোনা ভ্যাকসিন এনে মহামারির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। এবার দায়িত্ব আমাদের। সব শক্তি কাজে লাগিয়ে ভ্যাকসিন নিয়ে সব ধরনের গুজব রুখতে হবে। সেই কাজ করতে পারেন আপনারাও।’

এ সময় তিনি সবাইকে এগিয়ে এসে ভ্যাকসিন সংক্রান্ত গুজব রুখে দেয়ার আহ্বান জানান।

ভারতে এর আগেও একাধিকবার ভ্যাকসিন সংক্রান্ত গুজব নিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, অনেকেই ব্যক্তিগত স্বার্থে কিংবা রাজনৈতিক স্বার্থে ভ্যাকসিন নিয়ে গুজব ছড়াচ্ছেন। কিন্তু যেভাবেই হোক আমাদের এই গুজব রুখতে হবে। ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে পা দেয়া যাবে না।

মোদির কথার সঙ্গে তাল মিলিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনও। তিনি দেশবাসীকে ভ্যাকসিন নিয়ে সব ধরনের গুজব রুখে দেয়ার আহ্বান জানান।

সভায় মোদির বক্তব্যে আবারও আত্মনির্ভর ভারতের কথা উঠে আসে। তিনি বলেন, ‘ভারত স্বনির্ভর হচ্ছে। তবু নিজেদের অজান্তেই প্রতিদিনের জীবনে একাধিক বিদেশি সামগ্রী আমরা ব্যবহার করে ফেলি। সেই সব পণ্যের বদলে দেশীয় পণ্য ব্যবহারে জোর দিতে হবে। তবে সব বিদেশি পণ্য একবারে বাতিল করার কথা বলছি না। বিদেশি পণ্যের সঙ্গে দেশি পণ্যও ব্যবহার করা উচিৎ।’