১১ মামলার আসামি হারুন দুদিনের রিমান্ডে | Daily Chandni Bazar ১১ মামলার আসামি হারুন দুদিনের রিমান্ডে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১ ১৫:৪৫
১১ মামলার আসামি হারুন দুদিনের রিমান্ডে
অনলাইন ডেস্ক

১১ মামলার আসামি হারুন দুদিনের রিমান্ডে

প্রতারণা, চাঁদাবাজি ও জালিয়াতিসহ ভয়ঙ্কর অপরাধে জড়িত ১১ মামলার আসামি চট্টগ্রামের হারুন অর রশিদ (৩২) ওরফে বডিবিল্ডারের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার রাতে রাজধানীর বাড্ডা লিংক রোডের শরীয়তপুর টাওয়ার থেকে মতিঝিল থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে রাতেই মতিঝিল থানায় এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন, যার মামলা নং-৩৩; ধারা দণ্ডবিধি ৪০৬-৪২০-৫০৬। 

বুধবার তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আগামী রোববার তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে মতিঝিল থানা সূত্রে জানা গেছে। 

হারুনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতি ছাড়াও জাল দলিল তৈরি, অস্ত্র মামলা, সরকারি সম্পত্তি চুরিসহ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে একাধিক মামলা রয়েছে। 

এসব মামলার বিষয়ে মতিঝিল থানা পুলিশ জানায়, এই আসামি বিভিন্ন লোকজনকে নানাভাবে ব্ল্যাকমেইল করে আসছিল। বিভিন্ন ব্যবসায়ীকে টার্গেট করে নানা ধরনের ফাঁদ পাতে সে। তার অনেকগুলো মোবাইল সিমকার্ড রযেছে, যা অপরাধমূলক কাজে ব্যবহার করা হয় বলে পুলিশ জানিয়েছে।