পুন্ড্র ইউনিভার্সিটির প্রতারণায় দৈনিক করতোয়া সম্পাদকের বিস্ময় ও ক্ষোভ | Daily Chandni Bazar পুন্ড্র ইউনিভার্সিটির প্রতারণায় দৈনিক করতোয়া সম্পাদকের বিস্ময় ও ক্ষোভ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২১ ১৪:৪৪
পুন্ড্র ইউনিভার্সিটির প্রতারণায় দৈনিক করতোয়া সম্পাদকের বিস্ময় ও ক্ষোভ
অনলাইন ডেস্ক

পুন্ড্র ইউনিভার্সিটির প্রতারণায় দৈনিক করতোয়া সম্পাদকের বিস্ময় ও ক্ষোভ

দৈনিক করতোয়া সম্পাদক ও প্রকাশক মোজাম্মেল হক এক বিবৃতিতে স্থানীয় কয়েকটি পত্রিকায় প্রকাশিত “দৈনিক করতোয়া পত্রিকায় প্রকাশিত ‘সংবাদ সম্মেলন, অনুমোদন না নিয়ে পুন্ড্র ইউনিভার্সিটিতে আইন বিভাগ চালুর অভিযোগ’ শিরোনামে সংবাদের তীব্র প্রতিবাদ” শীর্ষক বিজ্ঞাপন দেখে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘সম্প্রতি পুন্ড্র ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতারণার অভিযোগ তোলে। গণমাধ্যমের নীতিমালা অনুযায়ী দৈনিক করতোয়াসহ অন্যান্য স্থানীয় ও  জাতীয় দৈনিক এবং ইলেকট্রনিক মিডিয়া সেই সংবাদ প্রকাশ ও প্রচার করে। কিন্তু আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি ওই সংবাদের বিষয়ে আমাকে ভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও দৈনিক করতোয়ার  সম্পাদক উল্লেখ করে উল্লিখিত শিরোনামে স্থানীয় কয়েকটি পত্রিকায় প্রতিবাদ বিজ্ঞাপন প্রদান করা হয়। ওই বিজ্ঞাপনের সঙ্গে আমার ন্যুনতম কোন যোগসূত্র নেই। কারণ বিজ্ঞাপনটি সম্পর্কে আমাকে কোন কিছু অবহিত করা বা সম্মতি গ্রহণ করা হয়নি। যা সরাসরি প্রতারণার সামিল এবং আমার সুনাম ও সম্মানহানিকর। এখানে উল্লেখ্য যে আমি ইতিপূর্বেই ওই ভার্সিটির ট্রাস্টি বোর্ড থেকে পদত্যাগ করেছি। তারপরও আমাকে না জানিয়ে আমার নাম ব্যবহার করে আজ (২৮ জানুয়ারি, ২০২১) যে বিজ্ঞাপন প্রচার করা হয়েছে তা আইনগত অপরাধ। এ কারণে বিজ্ঞাপনদাতা পুন্ড্র ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আইনী নোটিশ পাঠানো হচ্ছে উল্লেখ করে তারা এ বিষয়ে ক্ষমা প্রার্থনাসহ ব্যাখ্যা প্রদান না করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি বিবৃতিতে উল্লেখ করেছেন।