ধুনটে নৌকার প্রচারণায় জেলা আ'লীগের নেতৃবৃন্দ | Daily Chandni Bazar ধুনটে নৌকার প্রচারণায় জেলা আ'লীগের নেতৃবৃন্দ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২১ ১৪:৪৬
ধুনটে নৌকার প্রচারণায় জেলা আ'লীগের নেতৃবৃন্দ
অনলাইন ডেস্ক

ধুনটে নৌকার প্রচারণায় জেলা আ'লীগের নেতৃবৃন্দ

গুড়ার ধুনটে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী টিআই নুরুন্নবী তারিককে নৌকা মার্কায় ভোট দিতে পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড জাকির হোসেন নবাব সহ জেলার নেতৃবৃন্দ। 
 
বৃহস্পতিবার বিকেলে ধনুট জিরো পয়েন্ট, ফল পট্টি কাচাবাজার এলাকা সহ পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন নেতৃবৃন্দ।
 
নৌকার প্রচারণাকালে জাকির হোসেন নবাব বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নৌকায় ভোট দিতে হবে। দেশের সকল স্তরে উন্নয়ন সাধিত হচ্ছে। তাই আগামীতে ধুনট পৌর এলাকায় মানুষের জীবন যাত্রা মান বৃদ্ধি করতে নৌকা মার্কার বিকল্প নেই। তাই আগামী ৩০ জানুয়ারি নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
 
গণসংযোগকালে জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান সীমা, সদস্য রুমানা আজিজ রিংকি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সজল শেখ, জেলা ছাত্রলীগ প্রচার সম্পাদক মুকুল ইসলাম, ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, সেচ্ছাসেবকলীগ নেতা  কামরুজ্জামান, সেলিম, রন্জু, ছাত্রলীগ নেতা সাকিব, রাব্বী, সুলতান, খোকন, তুহিন, শান্ত, সোহান প্রমুখ।