নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন এবং সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় রেলওয়ে শ্রমিক লীগ কারখানা ও ওপেন লাইন শাখার উদ্যোগে ওই সংবর্ধনা দেয়া হয়। শহরের সাহেবপাড়াস্থ রেলওয়ে শ্রমিক লীগ কারখানা শাখার কার্যালয়ের ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার সভাপতি মো. নুরুল ইসলাম সভাপতিত্ব করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার নবনির্বাচিত ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক।
রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার অতিরিক্ত সম্পাদক মো. সালেহ উদ্দিন সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। (ছবি আছে)।