একলাখ ২০ হাজার বর্গমিটার শস্যচিত্রে জাতির পিতা'র প্রতিচ্ছবি উদ্বোধন | Daily Chandni Bazar একলাখ ২০ হাজার বর্গমিটার শস্যচিত্রে জাতির পিতা'র প্রতিচ্ছবি উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২১ ১৬:৫৭
একলাখ ২০ হাজার বর্গমিটার শস্যচিত্রে জাতির পিতা'র প্রতিচ্ছবি উদ্বোধন
নাজমুস সাকিব আপেলঃ

একলাখ ২০ হাজার বর্গমিটার শস্যচিত্রে জাতির পিতা'র প্রতিচ্ছবি উদ্বোধন

এসো জয় করি এসো সপ্ন ফলাই স্লোগানটি সামনে রেখে শুক্রবার বেলা ১২ টায় বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিনয়ের বালেন্দা মৌজায় এক লাখ ২০ হাজার বর্গমিটার শস্যচিত্রের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এ‍্যাড.জাহাঙ্গীর কবির বলেন, গিনেজ বুকে অন্তর্ভুক্ত করা হলে এটা বাংলাদেশের জন্য নতুন রেকর্ড হবে।

উদ্বোধনী বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, বঙ্গবন্ধুর চিন্তাভাবনার সুফল পাচ্ছে দেশের মানুষ। "শস্যচিত্রে বঙ্গবন্ধু" প্রথমবারের মতো গিনেজ বুকে নাম লেখা হচ্ছে এবং নতুন ভাবে ইতিহাসে সৃষ্টি হচ্ছে। এ থেকে নতুনভাবে কৃষক উজ্জীবিত হবে।

তিনি জানান, শস্যচিত্র বঙ্গবন্ধুর প্রতিছবি তৈরি করার জন্য নীল ও সোনালী রং এর ধান বেছে নেয়া হয়েছে।
একশত বিএনসিসি সদস্যেরা জমি তৈরিতে সহায়তা করছে। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে নতুন রেকর্ড তৈরি করে শস্যচিত্র বঙ্গবন্ধুর প্রতিছবি উদ্ধোধন করা হবে। শস্যচিত্র বঙ্গবন্ধু'র আয়তন ১২ লাখ ৯২ হাজার বর্গফুট। শস্যচিত্রের দৈর্ঘ্য ৪শত মিটার প্রস্থ ৩শত মিটার।

শস্যচিত্রে বঙ্গবন্ধু উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক  সম্পাদক এস এম কামাল হোসেন, বগুড়া জেলা আঃ লীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাঃ সম্পাদক রাগেবুল আহসান রিপু, স্থানীয় সাংসদ বীরমুক্তিযোদ্ধা হাবিবর রহমান, সিরাজগজ্ঞ-০১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় ও বগুড়া জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ জেলার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন