![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
রাত পোহালেই শনিবার ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে নীলফামারীর জলঢাকা পৌরসভার ভোট গ্রহণের বিভিন্ন সরঞ্জাম নিয়ে ব্যস্ত সময় পার করছেন রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং, পুলিশ অফিসার ও আনসার ভিডিপির সদস্যরা। আজ শনিবার পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে সকাল ০৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্দ । এই নির্বাচনে মোট ১৫ টি কেন্দ্রে ১'শটি বুথে ভোট গ্রহন করা হবে। ইতিমধ্যে নির্বাচন অফিস থেকে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে নিজ নিজ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাচ্ছে প্রিজাইডিং কর্মকর্তারা। এছাড়াও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট- ০১ জন, নির্বাহী ম্যাজিস্ট্রট ৯ জন, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবে ১৫ জন। সহকারী প্রিজাইডিং ১'শ জন। পুলিশ অফিসার ২০০জন, এছাড়াও র্যাব, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগন এই নির্বাচনে দায়িত্ব পালন করবে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন