ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ : কড়া ব্যবস্থার আশ্বাস ভারতের | Daily Chandni Bazar ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ : কড়া ব্যবস্থার আশ্বাস ভারতের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২১ ১২:৪৪
ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ : কড়া ব্যবস্থার আশ্বাস ভারতের
অনলাইন ডেস্ক

ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ : কড়া ব্যবস্থার আশ্বাস ভারতের

ভারতের রাজধানীতে ইসরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণের ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে বিস্ফোরণের পরপরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজির সঙ্গে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
এ ঘটনায় কড়া ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

ইসরায়েলি দূতাবাসের সব কর্মী নিরাপদে আছেন জানিয়ে জয়শঙ্কর বলেন, ঘটনায় জড়িতে কাউকে ছাড়া হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুরো বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে ভারত।

শুক্রবার ছিল ভারত-ইসরায়েল কূটনৈতিক সম্পর্কের ২৯তম বর্ষপূর্তি।

আরেক টুইটা বার্তায় তিনি বলেন, দূতাবাসের সব কর্মীর নিরাপত্তার দায়িত্ব ভারতের। কোনোভাবেই সেই জায়গা থেকে সরে আসবে না নয়াদিল্লি। ইসরায়েলকে এ বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।

ঘটনার পর রাতে এক ভিডিও বার্তায় ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রন মালকা জানান, তিনি, তার সব সহকর্মী ও তাদের পরিবার সুরক্ষিত আছেন।

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দিল্লির আব্দুল কালাম রোডে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। ঘটনাস্থলে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় অন্তত ৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।