শিবগঞ্জে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী মানিক পুনরায় নির্বাচিত | Daily Chandni Bazar শিবগঞ্জে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী মানিক পুনরায় নির্বাচিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২১ ২০:১৮
শিবগঞ্জে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী মানিক পুনরায় নির্বাচিত
অনলাইন ডেস্ক

শিবগঞ্জে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী মানিক পুনরায় নির্বাচিত

বগুড়ার শিবগঞ্জে উৎসব মুখোর পরিবেশে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু ভাবে পৌর সভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৮নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে বাক বিতন্ডতা সৃষ্টি হলে এক পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তা ছাড়া উপজেলার ৯টি ওয়ার্ডে আর কোন অপ্রীতি কর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠানের খবর পাওয়া গেছে। স্বাধীনতার ৪০ বছর পর মেয়র মানিক প্রথমবার ২০১৫ সালে মেয়র নির্বাচিত হন। এর পর ২০২১ সালে ৩০ জানুয়ারি পুনরায় ৪৫ বছরের মাথায় ২য় বারের মত বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন। নির্বাচনে তিনি  নৌকা প্রতীকে  ১২ হাজার ৩শ ৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার  নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী বিএনপি মনোনিত মতিয়ার রহমান মতিন ভোট পেয়েছেন  ২ হাজার ৩শ  ৬৬ ভোট।  পৌর বিএনপির আহ্বায়ক বিদ্রোহী প্রার্থী আব্দুল গোফ্ফার স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনী অংশ গ্রহণ করে নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩  ভোট, জাগপা মনোনিত প্রার্থী সিরাজুল ইসলাম হুক্কা প্রতীকে  ভোট পেয়েছেন ৩৮ ভোট।  এ পৌরসভার মোট ভোট সংখ্যা ১৮ হাজার ৫ জন।

  সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিা করেন। ১নং ওয়ার্ডের শাহিন প্রামানিক (উট পাখি), ২নং ওয়ার্ডের আবুল কালাম আজাদ (উটপাখি),  ৩নং ওয়ার্ডের আব্দুল মোমিন (উট পাখি), ০৪নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রবিউল ইসলাম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, ৫নং ওয়ার্ডে মোজাম্মেল হক (পাঞ্জাবি), ৬নং ওয়ার্ডে রুহুল আমিন সরকার ( উটপাখি), ৭নং খ.ম শামীম ( উটপাখি), ৮নং  শাহাদত জামান (উট পাখি) , ৯নং ওয়ার্ডের আবু সাইদ ( পাঞ্জাবি) মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন।  সংরক্ষিত মহিলা আসনে ১,২, ৩ নং ওয়ার্ডে  অলেদা বেগম (আনারস), ৪,৫ ও ৬নং মিনারা বেগম ( চশমা), ৭,৮ , ৯নং ওয়ার্ডে  ছামছুন্নাহার ( দ্বিতল বাস) মার্কা নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। 

ভোটে এক্সিজিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে উৎসবর মুখোর পরিবেশে সুষ্ঠু, সুন্দর ও অবাদ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে এলাকার ভোটাররা অভিমত ব্যক্ত করেছেন।