চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু | Daily Chandni Bazar চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২১ ১১:১০
চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু
অনলাইন ডেস্ক

চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু

চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এসব ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখা হয়েছিল।

রোববার (৩১ জানুয়ারি) রাতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলে (বগুড়া, ঠাকুরগাঁও, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) চালু রয়েছে। সেখানে ভিসা আবেদন (ট্যুরিস্ট ভিসা ব্যতীত) গ্রহণ করা হচ্ছে। যা মহামারি কোভিড-১৯ এর সংক্রমণের কারণে বন্ধ ছিল। এছাড়াও সারাদেশে আইভিএসি এখন চালু রয়েছে।