যারা গুজব ছড়ায় তারা দেশের মানুষের ভালো চায় না : স্বাস্থ্যমন্ত্রী | Daily Chandni Bazar যারা গুজব ছড়ায় তারা দেশের মানুষের ভালো চায় না : স্বাস্থ্যমন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:৪০
যারা গুজব ছড়ায় তারা দেশের মানুষের ভালো চায় না : স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক

যারা গুজব ছড়ায় তারা দেশের মানুষের ভালো চায় না : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আজ ভ্যাকসিন নিয়ে অনেকে আজে-বাজে কথা বলে। যারা গুজব ছড়ায় তারা দেশের মানুষের ভালো চায় না। আমরা সারা বছর ভ্যাকসিন নেব, করোনা নিয়ন্ত্রণে আসবে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেন।

জাহিদ মালেক বলেন, পৃথিবীর অনেক দেশ যেখানে করোনার ভ্যাকসিন আনতে পারেনি, সেখানে আমরা নিয়ে আসতে পেরেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণে রয়েছে।

সভায় অন্যদের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শাহ আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ ও আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা বক্তব্য রাখেন।