রোহিঙ্গা প্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে | Daily Chandni Bazar রোহিঙ্গা প্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:৪৮
রোহিঙ্গা প্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে
অনলাইন ডেস্ক

রোহিঙ্গা প্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে

ংমিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গা প্রবেশের আশঙ্কায় বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, প্রতিবেশী দেশ মিয়ানমারে সামরিক বাহিনী দেশটির এনএলডি নেতা অং সান সু চিকে গ্রেফতারের পররাষ্ট্রীয় ক্ষমতা দখল করে এক বছরের জরুরি অবস্থা ঘোষণার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের সীমান্ত সুরক্ষিত করেছি। তবে মিয়ানমারের এই পরিবর্তিত পরিস্থিতির কারণে ফের রোহিঙ্গাদের স্রোত আসবে না বলেই মনে করছি। তবে আমাদের কিছু বন্ধুরাষ্ট্র আশঙ্কা করছে, সেনাবাহিনী মিয়ানমারের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করায় সেখানে বসবাসরত রোহিঙ্গারা রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আসতে পারে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার চলমান প্রক্রিয়ায় অগ্রগতির লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে চাই।