২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৪৮৫ | Daily Chandni Bazar ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৪৮৫ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২১ ২৩:২২
২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৪৮৫
অনলাইন ডেস্ক

২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৪৮৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে আট হাজার ১৭৫ জনের। এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ৪৮৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৭ হাজার ৩০ জন।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮১ হাজার ৯১৭ জন।