আনোয়ারায় আগুনে পুড়ল ৬টি দোকান | Daily Chandni Bazar আনোয়ারায় আগুনে পুড়ল ৬টি দোকান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২১ ১২:০০
আনোয়ারায় আগুনে পুড়ল ৬টি দোকান
অনলাইন ডেস্ক

আনোয়ারায় আগুনে পুড়ল ৬টি দোকান

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অগ্নিকাণ্ডে ছয়টি দোকানঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের দিকে উপজেলার জয়কালী বাজারে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এতে ভস্মীভূত হয়েছে একটি সেলুন, দুটি প্রসাধনী দোকান, দুটি মুরগির দোকান ও একটি কাঁচা তরকারির দোকান।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে রাত ৩টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মীরা ভোর সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে এ সময়।

 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন