নন্দীগ্রামে বিদ্যুৎ পৃষ্টে লাইনম্যানের মৃত্যু | Daily Chandni Bazar নন্দীগ্রামে বিদ্যুৎ পৃষ্টে লাইনম্যানের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:৫০
নন্দীগ্রামে বিদ্যুৎ পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
অনলাইন ডেস্ক

নন্দীগ্রামে বিদ্যুৎ পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎ পৃষ্টে এক লাইনম্যানের মৃত্যু ঘটেছে। ঘটনাটি  ঘটে উপজেলার  ভাটরা ইউনিয়নের মুরারীদিঘী গ্রামে।

জানা গেছে, গত শুক্রবার বেলা আনুমানিক সাড়ে ১২টায় বগুড়া পলীø বিদ্যুৎ সমিতির  মুনসুর ঠিকাদারের লাইনম্যান রেজওয়ান (১৮) মুরারীদিঘী গ্রামে বিদ্যুৎ লাইনের নিউটাল তার লাগাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটানস্থলেই মুত্যু হয়। বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির নন্দীগ্রাম জোনাল অফিসের ডি,জি,এম সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে বিদ্যুৎ পৃষ্টে অরো এক জনের আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে ।

নিহত রেজওয়ান শাজাহানপুর উপজেলার শিয়ালচাপর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে বলে জানা গেছে।

পন্ডিত পুকুর ফাড়ির ইনচার্জ  রায়হান  জানান,  লাশটি পোষ্ট মর্টেম করা হয়েছে। এবিষয়ে শাজাহানপুর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন