শাজাহানপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল | Daily Chandni Bazar শাজাহানপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২১ ২২:১৮
শাজাহানপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ

শাজাহানপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

তারেক রহমানের নামে অবৈধভাবে সাজা ঘোষণার প্রতিবাদে শাজাহানপুর উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নামে নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোট-২ কর্তৃক অবৈধভাবে সাজা ঘোষণার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শাজাহানপুর উপজেলা ছাত্রদল।
গতকাল শনিবার সকালে বিক্ষোভ মিছিল শাজাহানপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে মাঝিড়া এমপির চেকপোস্টের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  বগুড়া জেলা ছাত্রদলের সদস্য  আব্দুল্লাহ ছোটন,  উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মাশফিকুর রহমান মামুন ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক শাহাদাত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন শাজাহানপুর উপজেলা ছাত্রনেতা পারভেজ হোসেন, মিজানুর রহমান রিপন, মেহেদী হাসান, জিহাদ হোসেন, ইমতিয়াজ পায়েল, মেহবুব হাসান সৈকত, শাহীন আলম, রবিউল ইসলাম, মুনজিল আলম শিপন, তুষার ,আকতার, রনি, ইমরান, শাকিব, মুনজুরুল, সালাম, রাকিবুল, মেহেদী,  জিহাদ, আপেল, হাবিব, সাকিব, মোহনসহ শতাধিক নেতাকর্মী। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা তারেক রহমানের নামে অবৈধভাবে সাজা ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে ফরমায়েশি এই রায় বাতিলের দাবি জানান।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন