বগুড়ায় করোনায় আক্রান্ত ১১ জন | Daily Chandni Bazar বগুড়ায় করোনায় আক্রান্ত ১১ জন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২১ ২২:৩৩
বগুড়ায় করোনায় আক্রান্ত ১১ জন
স্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনায়
আক্রান্ত ১১ জন

বগুড়ায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হযেছে ১১ জন। ৯৪টি নমুনা পরীক্ষায় নতুনদের নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হলো ৯ হাজার ৯১৫ জন। নতুন করে সুস্থ হয়েছেন ১১জন। 

শনিবার বগুড়া সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ৯৪ টি নমুনায় ১১জনের পজিটিভ হয়। নতুন আক্রান্তদের মধ্যে ১জন শাজাহানপুর উপজেলার বাসিন্দা এবং অপর ১০ জন বগুড়া সদর উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ৯ হাজার ৬১০ জন। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৪৭ জনের। আর বর্তমানে সরকারি হিসেবে জেলায় মোট চিকিৎসাধীন রয়েছে ৫৮ জন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন