মশার কয়েলের আগুনে পুড়ল ৬ দোকানঘর | Daily Chandni Bazar মশার কয়েলের আগুনে পুড়ল ৬ দোকানঘর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:৪৩
মশার কয়েলের আগুনে পুড়ল ৬ দোকানঘর
অনলাইন ডেস্ক

মশার কয়েলের আগুনে পুড়ল ৬ দোকানঘর

চট্টগ্রামের বোয়ালখালীতে মশার কয়েল থেকে লাগা আগুনে পুড়ে গেছে ৬ দোকানঘর। ৬ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১২টার দিকে উপজেলার বাদামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে আবু বক্কর ছিদ্দিকীর কাগজের গোডাউন, আব্দুল কন্ট্রাক্টরের দোকান, বজল সওদাগরের দোকান, আমীর হোসেনের ফার্নিচার দোকান, আকতার হোসেনের পাইপ ফিটিংসের দোকান ও নুরুল ইসলামের কসমেটিকের দোকান পুড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার হুমায়ুন কবির জাগো নিউজকে জানান, ‘এই মার্কেটের দুই ভাড়াটিয়া ছিল। তাদের মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক ৫ লাখ মালামাল পুড়ে যায়। পরবর্তীতে সেখান থেকে প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়।’

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন