ধুনটে করোনার প্রথম টিকা নিলেন ইউএনও | Daily Chandni Bazar ধুনটে করোনার প্রথম টিকা নিলেন ইউএনও | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২১ ২২:৫৪
ধুনটে করোনার প্রথম টিকা নিলেন ইউএনও
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ধুনটে করোনার প্রথম টিকা
নিলেন ইউএনও

বগুড়ার ধুনট উপজেলায় প্রথম করোনার টিকা গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। 

রবিবার (৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজের শরীরে টিকা গ্রহণের মধ্য দিয়ে করোনার টিকা কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।
এছাড়া প্রথম দিনে ধুনট উপজেলা প্রকৌশল কর্মকর্তা জহুরুল ইসলাম, এএসআই আতিকুর রহমান ও সাংবাদিক মাসুদ রানা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন।    
টিকা কেন্দ্রর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হাছিব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ,ক,ম সানাউল মোস্তফা, উপজেলা প্রকৌশল কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা রঞ্জন কুমার প্রমূখ।

 

 দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন