শর্ত না মানা পর্যন্ত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয় | Daily Chandni Bazar শর্ত না মানা পর্যন্ত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয় | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২১ ১১:০৩
শর্ত না মানা পর্যন্ত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়
অনলাইন ডেস্ক

শর্ত না মানা পর্যন্ত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়

২০১৫ সালের পরমাণু চুক্তির শর্তগুলো মেনে না চললে ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান বাইডেন।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলছেন, যুক্তরাষ্ট্র আগে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে তবেই পরমাণু চুক্তির শর্তগুলো মেনে চলবে ইরান।

২০১৫ সালে পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি বাতিল করে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন। ফলে ইরানও তার প্রতিশ্রুতি থেকে সরে আসে।

নিজেদের পরমাণু কর্মসূচিকে ‘শান্তির জন্য’ বলে দাবি করে আসছে ইরান। তবে অব্যাহতভাবে তেজস্ক্রিয় ইউরেনিয়ামের মজুত বাড়িয়ে যাচ্ছে দেশটি। এই তেজস্ক্রিয় পদার্থটি রিঅ্যাক্টর জ্বালানির পাশাপাশি নিউক্লিয় বোমা তৈরিতেও ব্যবহৃত হয়।

 দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন