মঠবাড়িয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম | Daily Chandni Bazar মঠবাড়িয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৩১
মঠবাড়িয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম
অনলাইন ডেস্ক

মঠবাড়িয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা যুবলীগের সভাপতি মো. আবু হানিফকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার সন্ধ্যার পর উপজেলা যুবলীগের কার্যালয়ের কাছে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর জানান, সন্ধ্যার পর উপজেলা যুবলীগের অফিসের সামনে ছিলেন আবু হানিফ। এ সময় প্রতিপক্ষের ২০-২৫ জন লোক অতর্কিতভাবে তাদের ওপর হামলা করে।

এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আবু হানিফের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। গুরুতর অবস্থায় আবু হানিফকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে রোববার বিকেলে মঠবাড়িয়া শহরে রাজনৈতিক বিরোধের জের ধরে স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং একটি মাদরাসার ৪র্থ শ্রেণির কর্মচারী মো. ইদ্রিসকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে প্রতিপক্ষরা। ইদ্রিস এবং আবু হানিফ একই পক্ষের। গুরুতর আহত ইদ্রিসকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সোমবার আহত ইদ্রিসের এক আত্মীয় বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

  দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন