চুয়াডাঙ্গায় বিষ পানে তাসফির ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির বাবার নাম শরিফুল ইসলাম।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে ভাই স্বাধীনের সাথে খেলা করছিল তাসফির। এ সময় তারা একটি কীটনাশকের বোতল খুঁজে পায়। পরে কীটনাশকের বোতল খুলে খেয়ে ফেলে শিশুটি। কিছুক্ষণ পর সে অসুস্থ হয়ে পড়ে।
তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন