বগুড়া জেলা আ’লীগ নেতা মোহনসহ ৩০ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ধুনটে বিক্ষোভ | Daily Chandni Bazar বগুড়া জেলা আ’লীগ নেতা মোহনসহ ৩০ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ধুনটে বিক্ষোভ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২১ ২০:০৯
বগুড়া জেলা আ’লীগ নেতা মোহনসহ ৩০ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ধুনটে বিক্ষোভ
ধুনট (বগুড়া) প্রতিনিধি :

বগুড়া জেলা আ’লীগ নেতা মোহনসহ ৩০ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ধুনটে বিক্ষোভ

বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন সহ ৩০ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং জেলা যুবলীগ নো জাকারিয়া আদিল সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ধুনটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ধুনট উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে ধুনট উপজেলা পরিষদ সড়কের দলীয় কার্যালয়ে ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারের সঞ্চালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউসার হামিদ রুবেল, ধুনট উপজেলা যুবলীগের সহসভাপতি ওহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, ধুনট পৌর যুবলীগের সভাপতি চপল মাহমুদ, যুগ্ন সম্পাদক আব্দুস সাত্তার, জেলা ছাত্রলীগ নেতা শেখ ফারহান আল অরথি, আব্দুল হামিদ, ধুনট উপজেলা ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম, মিশন তালুকদার, হেলাল উদ্দিন সম্রাট, অসীম আকরাম, বৈশাখ হাসান, পিয়াল হাসান পলাশ, রাসেল মাহমুদ, তুহিন তালুকদার, রানা আহমেদ, তারিক হাসান, শেখ সাদি, আসমা নুসরাত লাবনী, আসাদুল ইসলাম, তানভীর, শিপন, আরিফ প্রমূখ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন