ধুনটে নারী নির্যাতন ও মাদক বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত | Daily Chandni Bazar ধুনটে নারী নির্যাতন ও মাদক বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২১ ২০:১২
ধুনটে নারী নির্যাতন ও মাদক বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ধুনটে নারী নির্যাতন ও মাদক বিরোধী
উঠান বৈঠক অনুষ্ঠিত

বগুড়ার ধুনট উপজেলায় বাল্য বিবাহ, নারী নির্যাতন ও মাদক বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে ধুনট থানা পুলিশের উদ্যোগে উপজেলার গোপালনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।  

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা। 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাল্য বিবাহ, নারী নির্যাতন ও মাদক সমাজের ভয়ংকর ব্যাধি। তাই সকলকে পারিবারিক ভাবে সচেতন হতে হবে। তিনি আরো বলেন, স্কুল-কলেজ এবং বাড়ীতেও এসব বিষয়ে নৈতিক শিক্ষার চর্চা করতে হবে। সুষ্ঠ বিনোদন চর্চা করতে হবে। এর পাশাপাশি সকলকে বাল্য বিবাহমুক্ত, মাদকমুক্ত এবং নারী নির্যাতন বিরোধী সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন ধুনট থানার নারী ও শিশু হেল্প ডেক্স কর্মকর্তা এএসআই (নিঃ) মনোয়ারা খাতুন, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, ইউপি সদস্য দুলাল হোসেন প্রমূখ। এছাড়া উঠান বৈঠকে ওই ইউনিয়নের প্রায় ২শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন