
দুপচাঁচিয়ায় বন্ধন সমাজ কল্যান সংঘের উদ্যোগে কম্বল ও অটো রিকশা ভ্যান বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেইল বাসস্ট্যান্ডস্থ সংঘের চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা সংঘের সভাপতি গোলাম রব্বানী মহলদারের সভাপতিত্বে ও সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ হাসান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সাধারণ সম্পাদক সংঘের উপদেষ্টা এসএম কায়কোবাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, থানার এসআই শাহজাহান আলী, পৌর কাউন্সিলর সংঘের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আলম, সংঘের সহসভাপতি আখতারুজ্জামান তুহিন, সংঘের সদস্য মোশারফ হোসেন পিন্টু, রকিফুল ইসলাম লাজুক প্রমুখ। এদিন এলাকার শীতার্ত মানুষের মাঝে ১’শটি কম্বল ও গরীব অসহায় গোলাম মোস্তফাকে একটি ব্যাটারী চালিত অটো রিকশা ভ্যান প্রদান করা হয়।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন