হামলার প্রতিবাদে নন্দীগ্রামে যুবলীগের বিক্ষোভ | Daily Chandni Bazar হামলার প্রতিবাদে নন্দীগ্রামে যুবলীগের বিক্ষোভ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২১ ২০:২২
হামলার প্রতিবাদে নন্দীগ্রামে যুবলীগের বিক্ষোভ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

হামলার প্রতিবাদে নন্দীগ্রামে
 যুবলীগের বিক্ষোভ

 বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়ের ওপর হামলার প্রতিবাদে ১০ ফেব্রুয়ারি বেলা ১১ টায় নন্দীগ্রাম উপজেলা যুবলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের সামনে উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি এমআর জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, যুবলীগ নেতা মোফাজ্জল বারী ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহমেদ প্রমুখ। বক্তাগণ হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন