জয়পুরহাটে দরিদ্র বেকারদের মাঝে বিনামূল্যে ভ্যান বিতরণ করেছে জেলা পরিষদ | Daily Chandni Bazar জয়পুরহাটে দরিদ্র বেকারদের মাঝে বিনামূল্যে ভ্যান বিতরণ করেছে জেলা পরিষদ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২১ ২০:২৭
জয়পুরহাটে দরিদ্র বেকারদের মাঝে বিনামূল্যে ভ্যান বিতরণ করেছে জেলা পরিষদ
সুমন কুমার সাহা জয়পুরহাট:

জয়পুরহাটে দরিদ্র বেকারদের মাঝে বিনামূল্যে ভ্যান বিতরণ করেছে জেলা পরিষদ

জয়পুরহাটে অসহায় দরিদ্র বেকারদের মাঝে ৪০টি ভ্যান ও ১শ’টি শিক্ষা প্রতিষ্ঠানে ২শত ফুটবল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদের উদ্যোগে এসব ভ্যান-ও ফুটবলগুলো বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।

এসময় জেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি ও  জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা সমাজ সেবা অধিদপ্তর এর উপ-পরিচালক ইমাম হাসিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার বেকারদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। তাদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো জাগিয়েছে। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় দরিদ্র বেকার মানুষদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা। অনুষ্ঠানটি সঞ্চালণা করেন জেলা পরিষদ এর সদস্য মিজানুর রহমান টিটু ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন