বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের দ্বন্দ্বের জেরে কার্যালয় দখলে নিতে হামলার ঘটনায় পৃথক তিনটি মামলায় ৯১ জনের নামসহ অজ্ঞাত পাঁচ শতাধিক জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে। এই মামলায় থানা পুলিশ ১৪ জনকে গ্রেফতার করেছে। এদিকে একাংশের ডাকে বুধবার সকাল ৬টা থেকে চলা পরিবহন ধর্মঘট দুপুরে প্রত্যাহার করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, বগুড়া পুলিশের (ডিএসবি শাখা) কন্সটেবল রমজান আলীকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন সহ ৬ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত অভিযুক্ত রয়েছে প্রায় ২’শ জন। মামলাটি দায়ের করেন বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নান্নু মিয়া। বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম থানায় একটি মামলা করেছেন। এই হামলায় তার চারমাথাস্থ কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোটর মালিক গ্রুপের সাবেক আহবায়ক মঞ্জুরুল আলম মোহন সহ ৫২ জনের নাম উল্লেখ সহ দেড় শতাধিক অজ্ঞাত জনের নাম রয়েছে। এছাড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের ছোট ভাই যুবলীগ নেতা মশিউল আলম দিপন বাদী হয়ে সদর থানায় পাল্টা মামলা করেছেন। এ মামলায় মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত রয়েছে আরও কয়েকশত। এসব মামলায় গ্রেফতারকৃত ১৪ জনকে আসামী করা হয়েছে। মামলাগুলো আইন অনুযায়ি চলবে।
৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১২টায় বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের কার্যালয় মোটর মালিক গ্রুপের এর বিবাদমানের একটি পক্ষের কর্মীরা জেলা শহরের চারমাথায় এলাকায় মোটর মালিক গ্রুপের কার্যলয় দখল নিয়ে হামলা, ভাংচুর করে। এঘটনায় পুলিশ সদস্য, সাংবাদিকসহ ১০ জন আহত হয়। ওইদিন মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন করে ঘোষণা মতে সড়ক পরিবহন শ্রমিক মালিক যৌথভাবে বুধবার সকাল থেকে পরিবহন ধর্মঘট পালন শুরু করে। পরে বুধবার এ নিয়ে জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা এর সাথে এক বৈঠকের পর দুপুর দেড়টা থেকে জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। প্রত্যাহারের পর বিভিন্ন রুটের বাস চলাচল করছে।
বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল, জনদুর্ভোগ যেন না হয় সে সব বিষয়ের সঙ্গে জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা মালিক শ্রমিকদের দাবী মেনে নেওয়ার আশ^াস প্রদান করেছেন। বুধবার সকালে জেলার পরিবহন শ্রমিক মালিক যৌথ কমিটির সিদ্ধান্তমতে দুপুর দেড়টা থেকে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়।
বগুড়া প্রেসক্লাবে বেলা ১২টায় মঞ্জুরুল আলম মোহনের পক্ষে ফটিক আধিকারী সংবাদ সম্মেলনের আয়েজনে করে মোটর মালিক গ্রুপের নির্বাচন আয়োজনের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন