![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
করোনা ভাইরাসের টিকা গ্রহণে সাধারণ মানুষের ভিড় বাড়ছে। যদিও বগুড়ায় প্রথম দিন থেকেই ভিড় দেখা গেছে। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ বলছে বুধবার পর্যন্ত বগুড়া জেলায় মোট সাড়ে ৫ হাজার মানুষ করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছে। এই সংখ্যা আরো বাড়বে।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি বগুড়ায় প্রথম করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন বগুড়ায় জেলা প্রশাসক জিয়াউল হক। তিনি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে টিকা গ্রহণ করেন। এর পর জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম (বার) করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন। চল্লিশ বছর থেকে করোনা ভাইরাসের টিকা দেওয়া যাবে এমন ঘোষণার পর থেকে টিকা গ্রহণের সংখ্যাও বেড়েছে। এদিকে এখন পর্যন্ত যারা টিকা গ্রহণ করেছেন তারা সকলেই ভাল আছে বলে খাবর পাওয়া গেছে।
বগুড়া জেলার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান জানান, প্রথম দিন শেষে ১ হাজার ২৯ জন টিকা গ্রহণ করেছেন। এর পর চতুর্থ দিনে বগুড়া জেলায় টিক গ্রহণ করে ১ হাজার ৯৮৮ জন। এর মধ্যে ১ হাজার ৩৬৪ জন পুরুষ এবং ৬২৪ জন নারী। আর গত চারদিনে মোট ৫ হাজার ৫১৪ জন টিকা গ্রহণ করেছে। বগুড়া সদর উপজেলায় টিকা প্রদান করা হবে ১৭ হাজার ৬২৫ জনকে।
বগুড়ায় জেলা সিভিল সার্জন গওসুল আজিম চৌধুরী জানান, করোনা ভাইরাসের টিকা প্রদানে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে বেশ কয়েকটি বুধ খোলা হয়েছে। দুই ডোজ মিলিয়ে জেলায় প্রায় ৫৪ হাজার জনকে করোনার টিকা প্রদান করা যাবে।
বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, বগুড়ার কোভিট-১৯ এর টিকা (করোনা ভাইরাস) বগুড়া সদরে ৪টি কেন্দ্রে প্রদান করা হবে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতাল, পুলিশ লাইন্স হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল বগুড়ায় করোনা ভাইরাসের টিকা প্রদান করা হবে। নির্দিষ্ট ব্যক্তির তথ্য যাচাই করে টিকা প্রদানের তারিখ ও কেন্দ্রসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যদি ক্ষুদে বার্তার মাধ্যমে জানানো হবে। ২৯ জানুয়ারি বগুড়ায় প্রথম চালানের টিকা ১০ হাজার ৮০০ ভায়াল পৌঁছেছে। টিকা প্রদানের জন্য বগুড়া জেলায় মোট ৫১টি বুথ খোলা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন