নন্দীগ্রামে অবৈধভাবে সীসা উৎপাদন করায় একজনের কারাদন্ড | Daily Chandni Bazar নন্দীগ্রামে অবৈধভাবে সীসা উৎপাদন করায় একজনের কারাদন্ড | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২১ ০০:৩৭
নন্দীগ্রামে অবৈধভাবে সীসা উৎপাদন করায় একজনের কারাদন্ড
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

নন্দীগ্রামে অবৈধভাবে সীসা উৎপাদন 
করায় একজনের কারাদন্ড

 বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে সীসা উৎপাদন করায় একজনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন করে জাহাঙ্গীর আলম সেলিম। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম ১০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১ টায় সেখানে গিয়ে তাকে ধরেফেলে। এরপর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে জাহাঙ্গীর আলম সেলিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়। সে কাহালু উপজেলার জামগ্রামের আব্দুল গাফফার সরদারের ছেলে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন