আওয়ামীলীগ নেতা মোহনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল | Daily Chandni Bazar আওয়ামীলীগ নেতা মোহনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২১ ০০:৫০
আওয়ামীলীগ নেতা মোহনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

আওয়ামীলীগ নেতা মোহনের মিথ্যা 
মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল

বগুড়া মটর মালিক সমিতির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সা: সম্পাদক মুঞ্জুরুল আলম মোহনের নামে হয়রানী মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করেন। 

প্রতিবাদ মিছিল শেষে বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে এক প্রতিবাদ সমাবেশ উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ¦ আব্দুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর খ.ম শামীম, যুবলীগ নেতা শহীদ উদ্দিন, হারুনুর রশিদ, আলহাজ¦ মনোয়র হোসেন, শাহাবুদ্দিন শিবলী, মফিজুল হক কল্লোল, শেখ বকুল, সোহেল, ইমরান হোসেন, সিজু মিয়া, তাহেরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাছুম পারভেজ মুকুল, ছাত্রলীগ নেতা সৌরভ হোসেন, সাহিদুল ইসলাম সানি, রাকিব হোসেন, সিজান, শরিফুল ইসলাম, মারুফ রহমান প্রমুখ। বক্তরা অবিলম্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন