খুলনায় বাসের ভেতর হেলপারকে কুপিয়ে হত্যা | Daily Chandni Bazar খুলনায় বাসের ভেতর হেলপারকে কুপিয়ে হত্যা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২১ ১১:০৯
খুলনায় বাসের ভেতর হেলপারকে কুপিয়ে হত্যা
অনলাইন ডেস্ক

খুলনায় বাসের ভেতর হেলপারকে কুপিয়ে হত্যা

খুলনার শিববাড়ী মোড়ে সোহাগ পরিবহনের হেলপার সাব্বিরকে (২৬) বাসের ভেতর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১২টার পর এ ঘটনা ঘটে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (উত্তর) সোনালী সেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠানো হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, বৃহস্পতিবার রাতে সোহাগ পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৭১৫৩) নগরীর শিববাড়ী মোড়ে কাউন্টারের সামনে রাখা হয়। এরপর চালক চলে গেলেও হেলপার সাব্বির বাসে সেখানে থেকে যান বলে জানিয়েছেন কাউন্টারেে অন্যান্যরা।

ওসি আরও বলেন, সাব্বিরের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি বাগেরহাটের বাসিন্দা বলে জানা গেছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন