![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
বগুড়া শহরের কাঁঠালতলায় একটি হার্ডওয়্যারের দোকানে শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে। শুক্রবার ভোরে হঠাৎ করে কাঁঠালতলার জোব্বার স্টোরে আগুনের কুন্ডলি দেখে স্থানীয়রা আগুন আগুন বলে চিৎকার করে। বিষয়টি জানাজানি হলে বগুড়া ফায়ার সার্ভিসে সংবাদ দেওয়া হলে ভোর ৬টার সময় ঘটনাস্থলে পৌছে আগুন নিভিয়ে ফেলে।
দোকানের মালিক আসিফ ইকবাল জানান, আগুনে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে থাকা বিভিন্ন প্রকার মালামাল এবং প্যাকেটে থাকা বিক্রির জন্য নতুন তালা, ফুলঝাড়ুু, ঝাড়ুু, ঘরমোছার মোফা, শিল ও পাটা, কড়ায়, প্রয়োজনীয় কাগজপত্রও পুড়ে যায়। এতে তার ৬ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবী করেন। তিনি জানান, আগুনের ফুলকি তার দোকান ছাড়াও আশপাশের আরো ৪টি দোকানেও লেগে যায়। এতে তাদেরও কিছু কিছু ক্ষতি হয়েছে। তিনি ধারণা করছেন শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন