নন্দীগ্রামে ৫টি খড়ের পালায় অগ্নিসংযোগ | Daily Chandni Bazar নন্দীগ্রামে ৫টি খড়ের পালায় অগ্নিসংযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২১ ২২:২০
নন্দীগ্রামে ৫টি খড়ের পালায় অগ্নিসংযোগ
নন্দীগ্রামে (বগুড়া) প্রতিনিধি

নন্দীগ্রামে ৫টি খড়ের
পালায় অগ্নিসংযোগ

 বগুড়ার নন্দীগ্রামে ৫টি খড়ের পালায় অগ্নিসংযোগ করার ঘটনা ঘটেছে। জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ২নং নন্দীগ্রাম ইউনিয়নের কৈগাড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে জাকির হোসেন লেবু ও সাইফুল ইসলামের ৫টি খড়ের পালায় শত্রুতামূলকভাবে দৃর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তাদের লক্ষাধিক টাকার গোখাদ্য খড় আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেবা কাহারা শত্রুতামূলকভাবে ৫টি খড়ের পালায় অগ্নিসংযোগ করে।